অপেক্ষা যেন হৃদয়ের নিঃশব্দ আর্তনাদ

 


অনেক দিন ধরে আমি একটা স্বপ্ন বুকের ভেতর আগলে রেখেছি — দক্ষিণ কোরিয়া যাওয়ার স্বপ্ন। দিন যায়, রাত যায়, মাস পেরিয়ে বছর চলে যায়, কিন্তু আমি এখনো অপেক্ষায়। এই অপেক্ষা শুধু একটা দেশ ঘুরে দেখার জন্য নয়, বরং সেটা আমার জীবনের নতুন এক অধ্যায় শুরু করার প্রতীক্ষা।

কোরিয়ান সংস্কৃতি, ভাষা, খাবার, মানুষ — সবকিছুই আমাকে ভীষণভাবে টানে। আমি সেইসব রঙিন রাস্তা ধরে হাঁটতে চাই, যেখানে K-Drama-এর গল্পগুলো বাস্তব হয়ে ধরা দেয়। চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে, চাই নতুন বন্ধুদের সাথে শেয়ার করতে আমার গল্প।

কিন্তু স্বপ্নপূরণের পথটা সহজ নয়। ভিসা, সুযোগ, সময় — সব কিছু যেন একেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবুও আমি হাল ছাড়িনি। কারণ আমি জানি, যেই স্বপ্নের জন্য এতটা অপেক্ষা, সেই স্বপ্ন একদিন সত্যি হবেই।

এই অপেক্ষা আমাকে অনেক কিছু শিখিয়েছে — ধৈর্য, আত্মবিশ্বাস, আর বিশ্বাস রাখতে নিজ স্বপ্নের উপর। দক্ষিণ কোরিয়া এখনো দূরে, কিন্তু আমি জানি, আমি ঠিক সেখানে পৌঁছে যাবো। অপেক্ষা যত দীর্ঘই হোক, আমি তৈরি।


Comments

Popular posts from this blog

Follow me on YouTube

Follow me on Facebook